বুধবার ২১, জানুয়ারি ২০২৬

বুধবার ২১, জানুয়ারি ২০২৬ -- : -- --

ইউএনএফপিএ’র বৈশ্বিক ইন্টার্নশিপ সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম

 

জাতিসংঘের অধীনস্থ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ‘গ্লোবাল ইন্টার্নশিপ রোস্টার ২০২৫’ ঘোষণা করেছে। আন্তর্জাতিক এই বেতনভিত্তিক ইন্টার্নশিপের মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীরা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

 

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা, পাশাপাশি সদ্য স্নাতক সম্পন্ন করা নবীন গ্র্যাজুয়েটরাও এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার শর্ত হিসেবে আবেদনকারীদের অন্তত একটি পূর্ণ একাডেমিক বছর সম্পন্ন করা থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত বা উচ্চতর ডিগ্রি অর্জনের পথে থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ এক বছরের মধ্যে যাঁরা ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও এই রোস্টারের যোগ্য।

 

ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। আবেদনকারীদের জাতিসংঘের গ্রহণযোগ্য প্রধান ভাষা—ইংরেজি বা ফরাসির যেকোনো একটিতে দক্ষ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অফিসের সরকারি ভাষা (আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ বা স্প্যানিশ) জানা থাকাও গুরুত্বপূর্ণ। তবে ইউএনএফপিএতে যদি আবেদনকারীর নিকট আত্মীয় (পিতা-মাতা, ভাই-বোন বা সন্তান) কর্মরত থাকেন, তাহলে তাঁরা এই ইন্টার্নশিপের জন্য বিবেচিত হবেন না।

 

ইন্টার্নশিপের সুবিধার মধ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড, যা কর্মস্থলের দেশ ও স্থানীয় অর্থনৈতিক মানদণ্ড অনুযায়ী মাসের শেষে প্রদান করা হবে। ফলে নির্বাচিত ইন্টার্নরা আর্থিক চিন্তা ছাড়াই কাজের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। ইউএনএফপিএ’র বিভিন্ন দেশভিত্তিক অফিসে কাজ করার সুযোগ থাকায় আবেদনকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী কর্মস্থল বেছে নেওয়ার সুযোগ পাবেন। বহুসাংস্কৃতিক পরিবেশে কাজের মাধ্যমেই ভবিষ্যতে জাতিসংঘ বা ইউএনএফপিএর অন্যান্য কর্মসূচিতে যুক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

 

আবেদন করতে হলে ইউএনএফপিএর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন ও আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের আগে যোগ্যতার শর্তগুলো ভালোভাবে যাচাই করা জরুরি। আবেদনপ্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো ফি প্রদান করতে হয় না। নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।

 

এই গ্লোবাল ইন্টার্নশিপ রোস্টারের আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫।

 

Link copied!