বুধবার ২১, জানুয়ারি ২০২৬

বুধবার ২১, জানুয়ারি ২০২৬ -- : -- --

তার বার্তা অন্বেষণ

..

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

নাজমীণ মর্তুুজা

তার বার্তা অন্বেষণ

নাজমীণ মর্তুুজা
--------------------------
 
ভালোবাসা পেলে
আতশকাচের ভেতর দিয়ে
ছোট্ট জিনিসও বড় দেখায়।
 
মন যখন তিস্তা–সুরমা,
রোজ যেসব তারবার্তার অপেক্ষা করি
কানের কাছে সদা যে শব্দ ধরে রাখি
দরকারে, অদরকারে
টকটক… টকটক… টকটক…
আমি জানি না
কার তর্জনী ও অনামিকার স্পর্শে
শব্দ আর অপেক্ষার এই শাশ্বত ভুল।
কিন্তু আমি তো শব্দের জন্য সাধনা করিনি,
তবু কেন হৃদয়ের সীমান্ত
নিঃশব্দে প্রসারিত হচ্ছে?
কিছুই থেমে নেই,
কিচ্ছুরই হেরফের নেই।
শশা খেতের ওপর দিয়ে
আমার অনুভূতিগুলো
লাউয়ের ডগার মতো নড়েচড়ে ওঠে
কখনো ঊর্ধ্বে,
আবার নুয়ে পড়ে
নাবালক চালকুমড়োর মতো।
মঞ্চনাটক শেষে
যখন সারহীন বাদামের খোসা পড়ে থাকতে দেখি,
হু হু বাতাসে উড়ে যাওয়া ছেঁড়া কাগজ,
চুপসে যাওয়া বেলুন,
পায়ে দলিত বেলী
সেই নিঃশ্চুপ সময়েও
আমি তার বার্তা অন্বেষণ করি।
জানি,
রুট বদলে গেছে,
পেশা বদলে গেছে।
পাটল মাটিতে পা রাখি না,
পিচের রাস্তা ধরে হাঁটি।
তবুও
আলতচক্র
আমার মস্তিষ্কে
প্রত্যয়ী হওয়ার পথ দেখায়।
বুঝেছি
তার বার্তা বলে কিছু নেই।
যতটুকু সত্য,
সবই আপন অনুভূতির খেলা।
আমি চৈতন্য,
আমি অদ্বৈত,
আমি কবিতা,
আমি
গান।
Link copied!