প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
আদুরি কণ্ঠ আর দুষ্টমিতে মেতে থাকা শেহনাজ গিলকে কে না চেনে। বিশেষ করে ‘বিগ বস্ ১৩’ তে অংশ নেওয়া শেহনাজ ও সিদ্ধার্থের দুষ্ট-মিষ্টি প্রেম সবার মন জয় করে নিয়েছিল। তবে দর্শকদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছিল সিদ্ধার্থেরে পৃথিবী থেকে বিদায় নেওয়া ও শেহনাজের কান্নায় ভেঙে পড়ার বিষয়টি। তারা যেন দুই দেহে এক প্রাণ ছিল।
সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সিদ্ধার্থের বিদায়ের পর সবাই ভেবেছিল শেহনাজ হয়তো আর আগের মতো থাকবে না। সেটাই হয়েছে। নতুন রূপে আরও শক্তভাবে ফিরেছে এই মায়াবী অভিনেত্রী। এরই মধ্যে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খানের ছবিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই দুইদিন থেকেছিলাম, খুব মজা করেছিলাম। আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এ দিক ও দিক ঘুরে বেড়াতাম। সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ, সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করেন।
শেহনাজের ভাষ্যে, ‘আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটা আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। তার অগাধ জ্ঞান ছবি ও অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতেন।’
