আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
বুধবার ২১, জানুয়ারি ২০২৬ -- : -- --
ফাইল ফটো
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটিইউ) প্রাণী কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক, সুসংগঠিত ও মানবিকভাবে পরিচালনার লক্ষ্যে GSTU অ্যানিমাল ওয়েলফেয়ার টিম (AWT) এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গঠিত এ কমিটি ২০২৫–২০২৬ মেয়াদে এক (১) বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদরাতুল মুনতাহা অর্পিতা, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রেজওয়ানুল ইসলাম।এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মো. জোবায়ের হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋত্বিক দেবনাথ অদিত।
AWT GSTU Rescue Wing Head হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শেখ সজিদ।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,Assistant Treasurer: মো. বুরহানুর রহমান।
Organizing Secretary (Wildlife): সায়দা মোহিমা মাহজাবিন।Organizing Secretary (Domestic & Pet Animal): মিস উম্মে রাইহান দীঘি মনি। Organizing Secretary (Genetic Resources): মো. নাজমুল হোসেন নোমান।Office Secretary: মিস খুশবু। Public Relation Secretary: মো. জাহিদুল ইসলাম।
Human Resource Secretary: মোস্ত. নুরজাহান চৌধুরী সোবর্না। IT Secretary: সামিউল ইসলাম। Law Concern Secretary: মো. ওমর ফারুক ও লুৎফর শেখ। এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শক্তিশালী কার্যনির্বাহী সদস্য প্যানেল গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি সিদরাতুল মুনতাহা অর্পিতা বলেন,
“GSTU Animal Welfare Team-এর প্রথম কমিটির দায়িত্ব পাওয়া আমাদের জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। নতুন কমিটি হিসেবে আমরা ক্যাম্পাস ও আশপাশের এলাকার প্রাণীদের কল্যাণ, চিকিৎসা ও যত্নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
আমরা বিশ্বাস করি,ক্যাম্পাসের প্রাণীরা আমাদের ইকোলজির অংশ। তাই মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, One Health ধারণাকে সামনে রেখে।
আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অসুস্থ ও অবহেলিত প্রাণীদের কল্যাণে সংগঠিত, মানবিক ও টেকসই কার্যক্রম পরিচালনা করতে চাই। পূর্ববর্তী সময়ে GSTU AWT ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় রেসকিউ কার্যক্রম, চিকিৎসা সেবা এবং ফ্রি রেবিস ভ্যাকসিনেশন ও হেলথ চেকআপ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাণীকল্যাণে সক্রিয় ভূমিকা রেখেছে।
আমাদের Board of Advisors, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সকল ডিপার্টমেন্টাল ও নন-ডিপার্টমেন্টাল স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম বলেন,
“এই প্রথম কমিটির মাধ্যমে আমরা একটি দায়িত্বশীল অ্যানিমাল ওয়েলফেয়ার প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। সংগঠিত ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অসুস্থ ও অবহেলিত প্রাণীদের চিকিৎসা, সেবা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।
পাশাপাশি রেবিসসহ অন্যান্য প্রাণঘাতী রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, উদ্ধার কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাস্তব পরিবর্তন আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নবগঠিত এই কমিটি জিএসটিইউ ক্যাম্পাসে প্রাণী কল্যাণ, উদ্ধার কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।