বুধবার ২১, জানুয়ারি ২০২৬

বুধবার ২১, জানুয়ারি ২০২৬ -- : -- --

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম

৪৭ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর লিখিত পরীক্ষা ২ মাসে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং লিখিত পরীক্ষা পেছানাের দাবিতে মুখে লাল কাপড় বেধেঁ প্রতীকী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরের সামনে এই প্রতীকী মানববন্ধন করে শিক্ষার্থীরা৷ 

 

এসময় তারা 'বৈষম্য বিরোধী বাংলায় স্বৈরাচারের ঠাই নাই', 'প্রশ্ন ফাসের ১৮ মাস বৈধের কেন ২ মাস', 'কষ্টের টেকা ৪৭ আমার নষ্ট করার তুমি কে আবার ', '৪৭ মারা রোডম্যাপ বাতিল চাই, করতে হব', 'আমার ভাইয়ের উপর হামলা কেন পিএসসি তুই জবাব দে ' ইত্যাদিসহ নানা ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়৷ 

 

'ইসলামী ছাত্র আন্দোলন' রাবি শাখার সভাপতি ও সাবেক রাকসু ভিপি পদপ্রার্থী মাহবুব আলম বলেন, আমাদেরকে সর্বনিম্ন ছয় মাস সময় দিতে হবে, যার মধ্যে আমরা রিটেনের প্রিপারেশন নিতে পারব এবং যারা পুরাতন আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা পরিক্ষায় বসতে পারব। এছাড়া আপনারা জানেন, গত ৯ নভেম্বর আমাদের ঢাকায় যে প্রোগ্রাম ছিল, সেখানে যারা অতর্কিত চালিয়েছে তাদের বিচার করতে হবে।

 

 সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার জানান, কিছুদিন আগে পিএসসি'র সামনে আমাদের যে শান্তিপূর্ণ আন্দােলন ছিল সেখানে পুলিশ আন্দোলনকারী নারীদের উপর অতর্কিত হামলা চালায় ৷ এছাড়াও ৪৭ তম বিসিএস' এর লিখিত পরীক্ষায় পিএসসি কর্তৃক নির্ধারিত অযৌক্তিক সময়েরও প্রতিবাদ জানান তিনি৷ 

 

এসময় ৪৭ তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

Link copied!