প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “নিটার ক্রিকেট ম্যানিয়া–২০২৬” শীর্ষক একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।
নিটার ক্যাফেটেরিয়া সংলগ্ন খেলার মাঠে এই প্রীতি ম্যাচে নিটারের কর্মকর্তা-কর্মচারীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। নীল দল এক্সপ্লোসিভ ১১ এবং লাল দল দ্যা হিট স্কোয়াড নাম নিয়ে ১৫ ওভারের এই জমজমাট ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে দর্শকদের জন্য। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এক্সপ্লোসিভ ১১ নির্ধারিত ওভারে ১১০ রান সংগ্রহ করে।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দ্যা হিট স্কোয়াড দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। দলটি ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় এবং ম্যাচে বিজয় অর্জন করে। দ্যা হিট স্কোয়াডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রসেনজিৎ সেন, যার অনবদ্য ব্যাটিং দলটির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রীতি ম্যাচটি নিটারের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, দলগত ঐক্য এবং ক্রীড়াচেতনা আরও দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
