প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৫৭ এএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমানবাহিনী বেসামরিক পদে নতুন কর্মকর্তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ৫টি পদে মোট ১২ কর্মকর্তা নিয়োগের সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগকৃত পদসমূহ হলো: সহকারী প্রকৌশলী (৪টি), সহকারী প্রকৌশলী মেকানিক্যাল (৪টি), সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস (১টি), সহকারী প্রোগ্রামার (১টি) এবং সিনিয়র কম্পিউটার অপারেটর (২টি)। প্রতিটি পদের বেতন স্কেল গ্রেড-৯ অনুযায়ী ২২,০০০–৫৩,০৬০ টাকা।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলীর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস বা টেলিকমিউনিকেশন বিষয়ে ডিগ্রি বাধ্যতামূলক। সহকারী প্রোগ্রামার ও সিনিয়র কম্পিউটার অপারেটরের জন্য কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রযোজ্য। আবেদন ফি সাধারণ প্রার্থীর জন্য ২০০ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫০ টাকা। আবেদন ফরম অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে।
বাংলাদেশ বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির এই পদে নিয়োগ দেশের বেসামরিক কর্মী সম্ভাবনাকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আগ্রহী প্রার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পদগুলো প্রযুক্তি ও কম্পিউটার সংক্রান্ত দক্ষতাসম্পন্ন তরুণদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।
