রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল ৬ আগস্ট বুধবার এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী এবারে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১২৭ জন। যেখানে ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৬ জন এবং ছাত্র ভোটার ১৫ হাজার ৪৪০ জন।এরমধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে শহীদ হবিবুর রহমান হলে, যেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৩১৮ জন।
ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুলুল হক হলে ৯৭২ জন,শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭ জন,নওয়াব আব্দুল লতিফ হলে ৮১৭ জন,সৈয়দ আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হল ১ হাজার ৩৫ জন,শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৩১৮ জন,মতিহার হলে ১ হাজার ৬১৮ জন,মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩ জন,হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২ জন,শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন,বিজয় ২৪ হলে ১ হাজার ৩০৩ জন।
এছাড়া ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন,তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন,বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৭ জন,রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন,জুলাই ৩৬ হলে ২ হাজার ১৫৩ জন,মন্নুজান হলে ২ হাজার ৭ জন। এই ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের নোটিশবোর্ডে খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসুুু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।