রাবিতে চিহ্নিত শিক্ষকদের তালিকা প্রকাশের ঘোষণা

রাবি থেকে তানজিন নিশাত ঋতু
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতৃবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতৃবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদী অপতৎপরতা’র বিরুদ্ধে আগামী ৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টায় চিহ্নিত শিক্ষকদের ছবি ও নামসহ তালিকা একাডেমিক ভবনে প্রদর্শন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর চেতনায় উজ্জীবিত হয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করে। 

আজ সোমবার  (৪ আগস্ট ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে এক সংবাদ সম্মেলন থেকে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক সর্দার জহুরুল। তিনি বলেন,গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সময় প্রশাসন, ছাত্রলীগ এবং একাংশ শিক্ষক যৌথভাবে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের পরিবেশ তৈরি করে। সেই সময় আমরা দেখেছি, কিছু শিক্ষক মানববন্ধনের নামে প্যারিস রোডে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন,তৎকালীন ভিসি, প্রো-ভিসি এবং প্রক্টরের প্রত্যক্ষ নির্দেশ ও উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। অভিযোগ রয়েছে, তারা এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন এবং নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছেন। এ বিষয়টি একদিকে যেমন বিচারহীনতার দৃষ্টান্ত, অন্যদিকে প্রশাসনের নৈতিক বিপর্যয়। বর্তমান প্রশাসনও বিগত প্রশাসনের ধারাবাহিকতায় কিছুটা পক্ষপাতমূলক আচরণ করছে। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতার ঘাটতি এবং একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া এ ধরনের অপচেষ্টা জুলাই-আগস্ট আন্দোলনের চেতনাবিরোধী এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার জন্য হুমকিস্বরূপ।

এছাড়া সম্প্রতি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীকে ঘিরে প্রশাসনের উচ্চপর্যায়ের মন্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘লজ্জাজনক’ আখ্যা দেয় ছাত্রদল। তাদের মতে, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট জবাব না দিয়ে ব্যক্তিগত আক্রমণ প্রশাসনের নীতিহীন অবস্থানকে স্পষ্ট করে। 

এসময় উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান এবং দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ কর্মীবৃন্দ।

সম্পর্কিত