কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে শামীম-ইকবাল

কুবি থেকে মোঃ পায়েল হোসেন
সিএসই সোসাইটির নেতৃত্বে শামীম-ইকবাল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সিএসই সোসাইটির নেতৃত্বে শামীম-ইকবাল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী সংগঠন সিএসই ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম হাসান ইয়াদ এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইকবাল।গত ৪ আগস্ট সিএসই ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৬ আগস্ট (বুধবার) আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান পাটোয়ারী। এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফখরুদ্দিন রাযি, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসাইন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান ইমন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাব্বিকুল হাসান তারেক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল বলেন, 'সিএসই সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৫-এ সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হওয়ায় সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সিনিয়র-জুনিয়র ভাই-আপু এবং প্রিয় সহপাঠীদের প্রতি, যাদের আস্থা, সমর্থন ও ভালোবাসায় আমি এই দায়িত্ব পেয়েছি। এই পদ আমার কাছে শুধু একটি সম্মান নয়, বরং সবার প্রতি আমার দায়িত্ব, অঙ্গীকার এবং বিশ্বাসের প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐক্য, সহযোগিতা ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে আমরা সিএসই পরিবারকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও প্রযুক্তিগত উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সবার পাশে থেকে সিএসই সোসাইটিকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাবো।'

সিএসই সোসাইটির নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) শামীম হাসান ইয়াদ বলেন, 'সিএসই সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য সম্মানের, কৃতজ্ঞতার এবং দায়িত্বের। আমি সকল শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ,  যারা আমার ওপর আস্থা রেখেছেন। এই দায়িত্বকে আমি গ্রহণ করছি একটি সুযোগ হিসেবে - যাতে শিক্ষার্থীদের স্বার্থে, একতা ও অগ্রগতির লক্ষ্যে কাজ করতে পারি। সামনের দিনগুলোতে আমি চাইবো, আমরা একসাথে পরিকল্পনা করবো এবং একসাথে এগোবো একটি সমৃদ্ধ, সক্রিয় এবং উদ্ভাবনী বিভাগ গঠনের পথে।'

উল্লেখ্য, সিএসই সোসাইটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই কমিটি সোসাইটির কার্যক্রম পরিচালনা করবে।

সম্পর্কিত