হিজরতের শিক্ষা ও বর্তমান বাস্তবতা নিয়ে রাজেন্দ্র কলেজে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আজ (১৪ জুলাই ২০২৫) সোমবার,সরকারি রাজেন্দ্র কলেজ,ফরিদপুর এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্দ্যোগে, হিজরি নববর্ষ ১৪৪৭ হিজরতের শিক্ষা ও বর্তমান বাস্তবতা শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের বিজ্ঞান ভবনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাছিনা নাজমুন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস, এম আবদুল হালিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: ওবায়দুর রহমান,শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম।

উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়ার  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এম.এম শরিফুল বারী। প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা সাইফুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো: আলমগীর হোসেন।

সম্পর্কিত