সরকারি রাজেন্দ্র কলেজে হলের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
বিদায় সংবর্ধনা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিদায় সংবর্ধনা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গত (২৫শে জুলাই) শুক্রবার সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর,কবি জসীম উদ্দিন ছাত্রহল চত্বরে উক্ত হলের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র হলের সুপার জনাব মোস্তফা সাইফুজ্জামান।

তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে গতিশীল, আত্মপ্রত্যয়ী, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বর্তমান সময়ে দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলের সক্রিয় অংশগ্রহণের উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে থেকে আরও বক্তব্য রাখেন আসমাউল হক, জুবায়ের আল মামুন, মো: রাব্বি ইসলাম এবং সভাপতিত্ব করেন সাকিল মৃধা।

সম্পর্কিত