যবিপ্রবি বিএমবি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স

যবিপ্রবি প্রতিনিধি।
বিএমবি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিএমবি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জৈবরসায়ন, অনুজীববিজ্ঞান, ঔষধ শিল্প, অনুজীবপ্রযুক্তি, পুষ্টি, জৈবপ্রযুক্তি, সামদ্রিক জৈববিজ্ঞানসহ নানা ক্ষেত্রে মলিকিউলার জীববিজ্ঞানের অগ্রসর ও উন্নয়ন নিয়ে  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।

আজ সোমবার ৩০ জুন সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “ইনোভেশন ইন মলিকিউলার লাইফ সাইন্স” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির বিএমবি বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। 

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, কনফারেন্সে বিশ্বব্যাপী বায়োকেমিস্ট্রির গবেষণায় যাদের অবদান আছে তারা উপস্থিত আছেন। বক্তাদের কাছ থেকে যদি শিক্ষার্থীরা জ্ঞান আরোহন করতে পারে এবং গবেষণা ও উচ্চতর শিক্ষায় কাজে লাগাতে পারে তাহলে এই কনফারেন্স অত্যন্ত ফলপ্রসূ হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় আঞ্চলিক জায়গায় প্রতিষ্ঠিত হলেও এটি দেশ ও বিশ্বের সম্পদ। এখান থেকে বিশ্বমানের দক্ষ জনবল তৈরি হয়। গবেষণায় অবদান রাখার মাধ্যমে বিশ্বকে নতুন কিছু আবিষ্কার উপহার দেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। এজন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে তোমরা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারবে।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, আইসিডিডিআরবির সহযোগী সায়েন্টিস্ট  ড. মোছা. নূরজাহান বেগম, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, যুক্তরাষ্ট্রের পোস্ট ড. অব ফেলো ড. মো. হাবিবুর রহমান মোল্লা। বক্তারা “ইনোভেশন ইন মলিকিউলার লাইফ সাইন্স” শীর্ষক বিষয়সহ মলিকিউলার জীববিজ্ঞানের অগ্রসর ও উন্নয়ন নিয়ে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শুরু শেষে শুরু হয় ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও  বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন ও কনফারেন্সের সদস্য সচিব পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক। অনুষ্ঠানে যবিপ্রবির এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ফাতেমা-তুজ-জোহরাসহ যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের শিক্ষার্থী নিশাত চাঁদনী লিজা ও হাবিবা রহমান।

সম্পর্কিত