বিইউতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ। এ বছরের প্রতিপাদ্য “যুবসমাজের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যের স্থানীয় বাস্তবায়ন”। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ( ১২ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি এবং মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনে বিরল ও বিপন্ন ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান আর্কিটেক্ট শেখ ইতমাম সৌদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান উম্মে কুলসুম সুমা, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. আব্দুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আয়োজকরা জানান কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্য সংরক্ষণ, প্রাচীন ঔষধি জ্ঞান প্রচার এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি এটি সহায়তা করছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), লক্ষ্যমাত্রা-১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) এবং লক্ষ্যমাত্রা-১৫ (স্থলজ প্রাণবৈচিত্য সংরক্ষণ) অর্জনে।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে, যেখানে তরুণ প্রজন্ম টেকসই সমাজ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্টস ক্লাব।

সম্পর্কিত