বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।এ সময় শিক্ষার্থীরা ‘যোগ্যতা আছে, প্রাপ্যতা নাই লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয়, অধিকার’, ‘ট্রান্সপারেন্সি, সার্ভিস কেয়ার, এডমিনিস্ট্রেশন ইভরিহোয়্যার’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া জামান বলেন, “বর্তমানে এমন একটি সময় চলছে, যখন অধিকার না চাইলে তা পাওয়া যায় না। পূর্ববর্তী প্রজন্ম এবং লোকপ্রশাসন বিভাগের সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অধিকার আদায়ে সফল হতে পারেননি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ রাজপথ ছাড়ব না। বৈষম্যের কারণে যদি একটি সরকারের পতন ঘটানো সম্ভব হয়, তাহলে এই সামান্য দাবি আদায়েও আমরা সফল হব।”
প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, “আমরা এখানে বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে দাঁড়িয়েছি। সরকার কীভাবে অন্তর্ভুক্ত করবে, তা সরকার জানে। তবে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতেই হবে।”
এসময় লোকপ্রশাসন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।