জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে আজ (১৫ জুলাই ২০২৫) মঙ্গলবার দুপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই বৃত্তি প্রদান করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের বিভাগ সমূহের মধ্যে ১৯ টি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী ১৯ (ঊনিশ) জন শিক্ষার্থীকে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রধান করা হয়। বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে দশ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
বৃত্তি প্রদানকালে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে বৃত্তি গ্রহণের এই দিন তোমাদের জন্য অত্যন্ত গর্বের এবং স্মরণীয় দিন। ভালো ফলাফল করলে সহপাঠি থেকে শুরু করে বাবা-মা, আত্মীয় স্বজন সবার কছেই অনেক উৎসাহ ও প্রসংশা পাওয়া যায়, যা অত্যন্ত আনন্দের। এই বৃত্তিপ্রদান অনুষ্ঠানে যে সনদ ও চেক প্রদান করা হচ্ছে তা তোমাদের জন্য প্রেরণামাত্র। তোমাদের আরো কঠিন পরিশ্রম করে ভবিষ্যৎ জীবনেও সফলতার স্বাক্ষর রাখতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি সেখানে মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশেও আস্তে আস্তে তার প্রভাব পড়ছে। তোমাদের ফলাফলের ক্ষেত্রেও মেয়েরা অনেক এগিয়ে রয়েছ। আমি আশা করি তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনে সুশৃঙ্খলভাবে কাজ করে সমাজ ও দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করছি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের জন্য কবি পরিবারের সদস্যদের নামে ৬টি বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলেন:
কলা অনুষদ (প্রমীলা বৃত্তি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. আজমিরা আক্তার, ইংরেজি ভাষা ও সাহিত বিভাগের নাদিয়া আফরিন নিগার, সঙ্গীত বিভাগের অনামিকা চন্দ কেয়া, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মো. স্যাকলাইন আরাফাত, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মুফিদা হাসান মিথিলা। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (কাজী সব্যসাচী বৃত্তি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাফিউল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আল্পনা আক্তার কলি, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তামান্না তাবাসুম কবীর। সামাজিক বিজ্ঞান অনুষদ (কাজী অনিরুদ্ধ বৃত্তি) অর্থনীতি বিভাগের অনন্যা দেব রায়, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. মুস্তাফিজুর রহমান, ফোকলোর বিভাগের নাইয়ার সুলতানা বিপা, নৃবিজ্ঞান বিভাগের আফরোজা নাজনীন ইভা, পপুলেশন সায়েন্স বিভাগের সুপ্রিয়া আচার্য্য, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের নিশাত আনজুম। ব্যবসায় প্রশাসন অনুষদ ( বুলবুল বৃত্তি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের রুকাইয়া জান্নাত শ্রাবনী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোছা. স্বপ্না আক্তার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের কাকলী আক্তার (বর্তমানে দেশের বাইরে)। চারুকলা অনুষদ (উমা কাজী বৃত্তি) চারুকলা বিভাগের মাহিমা তানজুম। আইন অনুষদ (কল্যাণী কাজী বৃত্তি) আইন ও বিচার বিভাগের মোছা. ফারজানা ফেরদৌসী।