ড্যাফোডিলে জাতীয় সামাজিক ব্যবসা কেইস প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
বিজয়ীদের সাথে অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিজয়ীদের সাথে অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আজ (২৫ জুন, ২০২৫) বুধবার তারিখে ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার, ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় জাতীয় সামাজিক ব্যবসা কেইস প্রতিযোগিতা -২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার , সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম ইউনূস সেন্টারের সহায়তায় এই সামাজিক ব্যবসা কেস প্রতিযোগিতার আয়োজন করে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা দর্শন দ্বারা অনুপ্রাণিত উদ্ভাবনী, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেলের মাধ্যমে বাস্তব-বিশ্বের সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ১৬৬টি দলে মোট ৬৫৪ জন প্রতিযোগী এই বিজনেস কেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

দ্বিতীয় জাতীয় সামাজিক ব্যবসা কেইস প্রতিযোগিতা -২০২৫ এ রাজশাহী বিশ্বদ্যিালয়ের সিলকোনোমিস্টস দল চ্যাম্পিয়ন,বাংলাদেশ ইউনিভাসিৃটি অব প্রফেশনালস এর সুশি দল প্রথম রানার আপ  এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নো সারপ্রাইজেস দল দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস সেন্টারের ওয়াইএসবিসির রিলেশন ম্যানেজার জিনাত টি. ইসলাম, তুরস্কের ইস্তানবুল কৈতুর ইউনিভার্সিটির লাইব্রেরী ও ডকুমেন্টেশন বিভাগের উপ- প্রধা সেরেফি সেনেম গুনিসু ও গারবেজম্যান এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক মো. কামরুজ্জামান, দিদার, সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা ড. খাদিজা রহমান তানচি ও  সহ-আহ্বায়ক সৈয়দ রায়হান-উল-ইসলাম।

সম্পর্কিত