জাককানইবিতে ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রামের সমাপনী

জাককানইবি প্রতিনিধি
প্রশিক্ষণার্থীদের সাথে উপাচার্য ও অতিথীবর্গ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
প্রশিক্ষণার্থীদের সাথে উপাচার্য ও অতিথীবর্গ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ইডিজিই ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রাম-২০১৫ প্রশিক্ষণ সমাপনী ও সদন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে আজ (৭ আগস্ট ২০২৫) বৃহস্পতিবার সকালে এই সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও অন্যান্য কিট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্ব আজ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একইসাথে প্রযুক্তিও দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে আমরা যদি নিজেদের পরিবর্তন করতে না পারি তাহলে কালচারাল দূরত্ব তৈরি হবে, আমরা পিছিয়ে যাব। তাই প্রযুক্তি ও বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। এই প্রশিক্ষণ নিশ্চয়ই তোমাদের প্রযু্িক্ত জগতে দক্ষ হয়ে উঠতে সহায়তা করবে। তবে এর জন্য তোমাদের চর্চা চালিয়ে যেতে হবে। স্বল্প সময়ের প্রশিক্ষণে তোমাদের কিছু ঘাটতি থাকতেই পারে। তবে চর্চার মাধ্যমে তা সমাধান করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।’ 

প্রধান অতিথি আরও বলেন, ‘এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে সরকার সকল কাজকে ডিজিটাইজেশনের উদ্যোগকে বাস্তবায়ন করতে যাচ্ছে।’ এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে শুভ কামনা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। 

উল্লেখ্য ২০২৪ সালের মার্চ মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এই প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাবে ২৯ টি ব্যাচের মোট ৭২৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। তবে এই সমাপনী অনুষ্ঠানে ৮টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। অবশিষ্টদেরও দ্রুত সময়ের মধ্যে সনদ প্রদান করা হবে বলে আয়োজকগণ জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। মাইক্রোসফ্ট অফিস প্যাকেজ, বেসিক প্রোগ্রামিং উইথ পাইথন, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সম্পপূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সনদপত্রের সাথে একটি ব্যাগ, নোটবুট ও কলম প্রদান করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ.এম. কামাল ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী। স্বাগত বক্তব্য রাখেন ইডিজিই ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রাম এর ফোকাল পয়েন্ট ড. হাবিবা সুলতানা এবং মডারেটর হিসেবে দায়ত্ব পালন করেন প্রোগ্রামের সমন্বয়ক রুবাইয়া শাহরিন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রামের সাবেক সমন্বয়ক প্রফেসর ড. সুব্রত কুমার দাশ। 

সম্পর্কিত