চবি ওশোনোগ্রাফি বিভাগে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা

চবি প্রতিনিধি
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী (৬-১৮ আগাস্ট)  "International Training on Advanced Statistical Techniques for Environment, Ecosystem and Geoscience" শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল (৬ আগস্ট ২০২৫) চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে শুরু হয়েছে। এতে প্রায় ৭০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অহিদুল আলমের সঞ্চালনা ও সভাপতিত্বে সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখেন চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ঝিহুয়া ঝাং। 

চবি উপাচার্য বলেন, পরিবেশ, প্রতিবেশ ও ভূবিজ্ঞান আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণাক্ষেত্র। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, সামুদ্রিক সম্পদের সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সঠিক তথ্য-উপাত্ত ও উন্নত পরিসংখ্যান কৌশল এখন খুবই সময়োপযোগী বিষয়। 

উপাচার্য বলেন, গবেষণা ও বিশ্লেষণে পরিসংখ্যান শুধু  একটি গণনার মাধ্যম নয়, এটি হলো বাস্তবতার বৈজ্ঞানিক প্রতিফলন; যা নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রফেসর ড. ঝিহুয়া ঝাং তার জ্ঞান ও অভিজ্ঞতা সেমিনারে অংশগ্রণকারীদের মাঝে বিতরণ করে তাদেরকে সমৃদ্ধ করবেন। উপাচার্য আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যেমে আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আধুনিক পরিসংখ্যান কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবেন এবং তা নিজেদের গবেষণায় প্রয়োগ করতে সচেষ্ট হবেন। 

বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়কে উৎসাহিত করে আসছে। এ প্রশিক্ষণ কর্মশালা আমাদের বৈশ্বিক গবেষণা নেটওয়ার্ককে আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ শুধু তথ্য বিনিময়ের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য একটি কার্যকর প্রদক্ষেপ হিসেবে কাজ করবে ।

উল্লেখ্য,প্রফেসর ঝিহুয়া ঝাং "AI for Digital Earth" শীর্ষক গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। তার দীর্ঘদিনের গবেষণাগুলো মূলত বড় আকারের ভূতাত্ত্বিক তথ্য (Big Earth Data), জলবায়ু পরিবর্তনের কার্যকারণ, মহাসাগরের গতি, পরিবেশগত বিবর্তন এবং টেকসই উন্নয়ন বিষয়ক। সাম্প্রতিক সময়ে অধ্যাপক ঝাংয়ের গবেষণা থেকে ৮০টির বেশি প্রবন্ধ ও ৬টি বই প্রকাশিত হয়েছে, যা যুক্তরাজ্যের New Scientist, চায়না সায়েন্স ডেইলি এবং চায়না সোশ্যাল সায়েন্স ডেইলিতে একাধিকবার প্রকাশিত হয়েছে।

বর্তমানে অধ্যাপক ঝাং International Journal of Big Data Mining for Global Warming (World Scientific) এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি Environmental Development and Sustainability (Springer), EURASIP Journal on Advances in Signal Processing (Springer), এবং International Journal of Climate Change Strategies and Management (Emerald) -এর এসোসিয়েট এডিটর এবং Earth Science Informatics (Springer), PLoS ONE, Open Geosciences (De Gruyter), ও International Journal of Global Warming (Inderscience) এর সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে কাজ করছেন। ২০২৫ সালে অধ্যাপক ঝাং IETI Fellow পদে নির্বাচিত হন।

সম্পর্কিত