ক্লাসে ফিরেছে ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
একটি ক্লাসের ছবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
একটি ক্লাসের ছবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

প্রায় ৫৪ দিনের অনিশ্চয়তা ও সংকটময় পরিস্থিতির পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা আজ স্বশরীরে ক্লাস ফিরলো। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সকল অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ক্লাসে ৭০ থেকে ৮৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলো। 

সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠে ইউআইইউ ক্যাম্পাস। দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাসরুম তো বটেই, ক্যাফেটেরিয়াসহ অন্যান্য স্থানগুলোতেও শিক্ষার্থীরা আড্ডা দিয়েছে।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আজ ক্লাস শুরু হলো, আশা করা যায়, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও তারা বলেন, প্রথম দিন হওয়ার পরও ক্লাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত এবং আগামীকাল শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে। শিক্ষকদের গণপদত্যাগ ও প্রশাসনিক অস্থিরতার পর গত ২৭ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য সরাসরি ক্লাস স্থগিত করা হয়। যদিও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে গত ২০ মে থেকে অনলাইনে ক্লাস চালু ছিলো।
 

সম্পর্কিত