খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং,বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড.মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯:৩০টা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত চারটি বিভাগ, সকাল ১০:৩০ টা থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত পাঁচ বিভাগ, সকাল ১১:৪৫ টা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সাতটি বিভাগের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা এবং অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড.মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন,প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড.মোহাম্মদ সুলতান মাহমুদ,সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন, প্রফেসর ড.মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়া বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড.মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও বিশ^বিদ্যালয়ের ই-মেইল আইডি প্রদান করা হয়। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আতিক আনাফ, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মাকসুদ জামান এশা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহুল দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা তাবাসসুম তাহিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কে এম তৌফিকুর রহমান আলিফ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী স্নেহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, দপ্তর প্রধানগণ, নবাগত শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অবিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, এদিনের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন আয়োজন করে।