যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রামে নির্বাচিত এআইইউবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইরাম আজমাইন মুগ্ধো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে আয়োজিত ‘স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউটস (এসইউএসআই) ’ শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন।আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মর্যাদাপূর্ণ কর্মসূচির আওতায় ইরাম আজমাইন মুগ্ধো এক মাসের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাডা, রেনোতে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘ন্যাচারাল রিসোর্সেস’ বা প্রাকৃতিক সম্পদ বিষয়ক বিভিন্ন একাডেমিক সেশন এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, সামাজিক নেতৃত্বেও মুগ্ধর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে তিনি রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত ইয়ুথ কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের হ্যাবিট্যাট, ইউএনডিইএফ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেরাক-বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত প্ল্যাটফর্মে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

এ ছাড়া, ২০২৪ সালে তিনি জাতিসংঘের হ্যাবিট্যাট ওয়ার্ল্ড আরবান ফোরামে ভার্চুয়াল বক্তা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডল বক্তব্য রাখেন। ২০২৩ সালে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ইমাজেন ভেঞ্চার ইয়ুথ চ্যালেঞ্জে’ তাঁর নেতৃত্বাধীন দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুগ্ধো ‘দ্য স্মাইলিং ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাঁর এই সংগঠন এতিম শিশুদের সেবায়, অটিজম বিষয়ক সহায়তা, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তাঁর এই অসামান্য সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উইনিং মুভ ইভেন্টস’ কর্তৃক ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়।

বিষয়:

সম্পর্কিত