জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ শিক্ষাবৃত্তির জন্য ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ২৩০ জন আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় এদের মধ্যে থেকে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
গতকাল (২৭ জুলাই ২০২৫) রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর এর সভা কক্ষে পোষ্য শিক্ষাবৃত্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড.এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন ।
এ বছর চারটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যায়নরত ১১৫ জন শিক্ষার্থী ৯০০০ টাকা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের ৩০ জন শিক্ষার্থী ১২০০০ টাকা, ডিগ্রি/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/মেডিক্যাল/প্রকৌশল সমমানের ২১ জন শিক্ষার্থী ১৫০০০ টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ০১ জন সন্তানকে বাৎসরিক ২০০০০ টাকা প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদানকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে।