উচ্চশিক্ষার চমৎকার গন্তব্য সুইডেন

স্বর্ণক শাহী
সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

উন্নত গবেষণা, উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি, শান্তিপূর্ণ সমাজ, আর স্ক্যান্ডিনেভিয়ান মানসিকতার এক অনন্য মিশ্রণে গড়ে উঠা দেশ সুইডেন এখন শুধুই IKEA আর Nobel Prize-এর জন্য বিখ্যাত নয়,বরং উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও জীবনমানের জন্য এক অসাধারণ দেশ। সুইডেন আধুনিক শিক্ষা পদ্ধতি, গবেষণাভিত্তিক শিক্ষাক্রম এবং বৈশ্বিক ক্যারিয়ার গঠনের সুযোগে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, শত শত ইংরেজি ভাষায় মাস্টার্স প্রোগ্রাম, সরকারি ও প্রাইভেট স্কলারশিপ, স্টাডি-পারমিট শেষে জব সার্চ ভিসা,সব মিলিয়ে সুইডেন এখন একটি চমৎকার উচ্চশিক্ষার গন্তব্য, বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য।

কেন সুইডেন?

  • বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান
  • শতাধিক ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম
  • ইউনিক ও স্টুডেন্ট-সেন্ট্রিক শিক্ষাপদ্ধতি
  • EU/EEA-এর বাইরের শিক্ষার্থীদের জন্য Scholarship ও Tuition Fee Waiver
  • পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ (২০ ঘণ্টা/সপ্তাহ)
  • পড়াশোনা শেষে ১ বছরের জব সার্চ ভিসা
  • চাকরির সুযোগ ও পরবর্তীতে স্থায়ী বসবাস (PR)
  • পরিবার নিয়ে আসার সুযোগ (Spouse, Children)

 

খরচ ও স্কলারশিপ

  • টিউশন ফি (নন-EU/EEA শিক্ষার্থীদের জন্য):
  • প্রতি বছর প্রায় SEK 80,000– SEK 160,000 (€7,000–€14,000)
  • অনেক প্রোগ্রামে স্কলারশিপ থাকায় পুরোটা মওকুফও হতে পারে

বাসস্থান - দৈনন্দিন খরচ:

প্রতি মাসে SEK 8,000–SEK 12,000 (€700–€1,100), - - - শহরভেদে ভিন্ন হতে পারে

স্কলারশিপের সুযোগ

Swedish Institute Scholarships for Global Professionals (SISGP):

  • সম্পূর্ণ টিউশন ফি, প্রতি মাসে SEK 11,000 স্টাইপেন্ড, বিমা, ভিসা ফি, ট্রাভেল গ্রান্টসহ
  • কম্পিটিটিভ, তবে বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে

University-specific Scholarships

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ (আংশিক/পূর্ণ)

যেমন: Lund University Global Scholarship, Uppsala IPK Scholarship, KTH Scholarship ইত্যাদি

ইংরেজিতে পড়াশোনা?

  • হ্যাঁ!
  • ১০০০টির বেশি ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম
  • কিছু ব্যাচেলর প্রোগ্রামও ইংরেজিতে পড়ানো হয়
  • Erasmus Mundus প্রোগ্রামেও সুইডেন অংশগ্রহণকারী দেশ

IELTS না কি MOI?

  • সাধারণত IELTS 6.5 বা TOEFL 90 লাগে
  • কিছু ক্ষেত্রে Medium of Instruction (MOI) গ্রহণযোগ্য, তবে কমন নয়
  • PTE ও Duolingo কিছু বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করে

আবেদন ও ভিসা প্রক্রিয়া

  • প্রতি বছর ১৬ অক্টোবর – ১৫ জানুয়ারি: মূল আবেদন
  • ফলাফল মার্চ–এপ্রিল
  • ভিসা আবেদন মে–জুনে

আবশ্যক ডকুমেন্টস

  • অ্যাডমিশন লেটার
  • স্কলারশিপের প্রমাণ (যদি থাকে)
  • ব্যাংক স্টেটমেন্ট (প্রায় SEK 10,314/মাস অনুযায়ী)
  • ইনস্যুরেন্স
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • পাসপোর্ট, ছবি

ভিসা কোথায় করবেন?

ঢাকার Swedish Embassy (Baridhara) অথবা VFS Global এর মাধ্যমে আবেদন

পরিবার নিয়ে যাওয়া যাবে?

  • হ্যাঁ!
  • Masters, PhD পর্যায়ে Spouse ও Children নিয়ে যাওয়া যায়
  • Spouse ফুল-টাইম কাজ করতে পারে
  • সন্তানরা ফ্রি স্কুলিং পায়

পড়াশোনার পর?

  • ১ বছরের Job Seeking Visa (Residence Permit for Looking for Work)
  • চাকরি পেলে Residence Permit (Work Visa)
  • ৪ বছর পর Permanent Residency (PR)
  • নাগরিকত্বের সুযোগ

সুইডেনের ৫০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও লিংকসমূহ

  1. Lund University – www.lu.se
  2. Uppsala University – www.uu.se
  3. KTH Royal Institute of Technology – www.kth.se
  4. Stockholm University – www.su.se
  5. University of Gothenburg – www.gu.se
  6. Chalmers University of Technology – www.chalmers.se
  7. Linköping University – www.liu.se
  8. Umeå University – www.umu.se
  9. Örebro University – www.oru.se
  10. Luleå University of Technology – www.ltu.se
  11. Karlstad University – www.kau.se
  12. Linnaeus University – www.lnu.se
  13. Mälardalen University – www.mdu.se
  14. Halmstad University – www.hh.se
  15. Mid Sweden University – www.miun.se
  16. Dalarna University – www.du.se
  17. University of Skövde – www.his.se
  18. Kristianstad University – www.hkr.se
  19. Swedish University of Agricultural Sciences – www.slu.se
  20. Södertörn University – www.sh.se
  21. Blekinge Institute of Technology – www.bth.se
  22. Jönköping University – www.ju.se
  23. Stockholm School of Economics – www.hhs.se
  24. University West – www.hv.se
  25. Karolinska Institute – www.ki.se
  26. Red Cross University College – www.rkh.se
  27. Ersta Sköndal Bräcke University College – www.esh.se
  28. Sophiahemmet University – www.shh.se
  29. Beckmans College of Design – www.beckmans.se
  30. Konstfack University of Arts – www.konstfack.se
  31. Royal College of Music – www.kmh.se
  32. Royal Institute of Art – www.kkh.se
  33. Swedish Defence University – www.fhs.se
  34. University College Stockholm – www.uco.se
  35. GIH (Swedish School of Sport and Health Sciences) – www.gih.se
  36. Malmö University – www.mah.se
  37. Gotland Campus of Uppsala University – www.campusgotland.uu.se
  38. Campus Helsingborg (LU) – www.ch.lu.se
  39. Institute of Technology at Linköping – www.lith.liu.se
  40. School of Health and Welfare (JU) – www.hhj.hj.se
  41. Borås University – www.hb.se
  42. Stockholm University of the Arts – www.uniarts.se
  43. University of Gävle – www.hig.se
  44. Malmö Academy of Music – www.mhm.lu.se
  45. Kalmar Maritime Academy – www.sjofartshogskolan.lnu.se
  46. Business School at Örebro University – www.oru.se/handelshogskolan
  47. Sahlgrenska Academy (GU) – www.sahlgrenska.gu.se
  48. School of Engineering (JU) – www.jth.hj.se
  49. School of Education and Communication (JU) – www.hlk.hj.se
  50. Stockholm International Peace Research Institute – www.sipri.org

ঠিক এই মুহুর্তে বহু বাংলাদেশি শিক্ষার্থী সুইডেনে পড়াশোনা করছেন, আন্তর্জাতিক গবেষণায় অবদান রাখছেন এবং সুইডিশ সমাজে দক্ষ পেশাজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। আপনিও যদি আজ একটি সিদ্ধান্ত নেন, উচ্চশিক্ষা নিয়ে একটু গবেষণা করেন এবং অ্যাপ্লিকেশন শুরু করেন, সেটিই হতে পারে আপনার জীবনের নতুন পথচলার সূচনা। উচ্চশিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের নাম নয়,এটি এক নতুন দৃষ্টিভঙ্গি, সম্ভাবনা ও ভবিষ্যতের হাতছানি।

সুইডেন সেই যাত্রার একটি সম্ভাবনাময় গন্তব্য।

সম্পর্কিত