মেট্র্রোপলিটন ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মেট্র্রোপলিটন ইউনিভার্সিটিতে । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মেট্র্রোপলিটন ইউনিভার্সিটিতে । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তিনি। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।স্টিফেন ফোর্বস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরি হল ঘুরে দেখেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, আইকিউএসি’র সহকারী পরিচালক সৈয়দ নকীব সাদী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জাহেদ হোসেন গজনভী এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফাইকা ওয়াজিহা চৌধুরী। ব্রিটিশ কাউন্সিল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেফগার্ডিং ম্যানেজার আকলিমা আক্তার মিলি, এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার হূমায়ুন কবির মেহেদি এবং সিএমআর ও লজিস্টিকস অফিসার ইকবাল আহমেদ।

মতবিনিময় সভায় স্টিফেন ফোর্বস সময়োপযোগী দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কর্মসূচি যেমন ওয়ার্কশপ, সেমিনার এবং শিক্ষা-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও উক্ত উদ্যোগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয় এবং পারস্পরিক সহযোগিতায় একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করায় স্টিফেন ফোর্বসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জাহেদ হোসেন গজনভী।

সম্পর্কিত