জবিতে কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা শীর্ষক প্রশিক্ষণ

জবি প্রতিনিধি।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের  (আইকিউএসি) আয়োজনে ‘কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ক্লাস রুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।  

তিনি বলেন, ‘সমষ্টিগত সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠানের সুষ্ঠু বিকাশ সম্ভব নয়। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ দায়িত্ব সময়মতো ও নিষ্ঠার সঙ্গে পালন করা। এজন্য নৈতিকতা ও সততাকে সর্বদা প্রাধান্য দিতে হবে।’ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল-আজম সওদাগর। 

সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের কর্মচারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

সম্পর্কিত