চবি ৩৫ বছর পর ফিরছে ভোট উৎসব

চবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৫ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই সব প্রার্থীর প্রচারণা শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

কেন্দ্রীয় পদগুলোর জন্য ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯২ জন প্রার্থী লড়াই করছেন। ভোটারদের সংখ্যা মোট ২৭,৫১৭ জন, যার মধ্যে ১৬,০৮৪ জন পুরুষ এবং ১১,৪৩৪ জন নারী শিক্ষার্থী। ভোটাররা সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রতিটি ভোটকক্ষে প্রায় ৪০০–৫০০ জন ভোটারকে সুযোগ দেওয়া হবে।

প্রার্থীরা তাদের প্রতিশ্রুতিতে মূলত নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস, একাডেমিক সেশন ব্যাহত না হওয়া, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সেবামূলক বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষামূলক পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার থেকে শুধুমাত্র ভোটার শিক্ষার্থীরাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। এছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩৫ বছরের দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন অঞ্চলে বৈচিত্রময় প্রচারণা চালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ভোটগ্রহণের পরপরই। এবারের নির্বাচনের মাধ্যমে চবি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা এবং নেতৃত্বের বিকাশে নতুন অধ্যায় শুরু হবে।

পাঠকের আগ্রহ

সম্পর্কিত