৫৫ বছর পর রাজশাহীতে রাকসু ভোটের উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটারদের মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী ও ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ শিক্ষার্থী। রাকসু ও হল সংসদের বিভিন্ন পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬০ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ২১২ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ১০টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা দলীয় ব্যানার, পোস্টার ও প্রতীক নিয়ে ভোটকেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন। পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের। পাশাপাশি প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে ভোট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৩ সালে রাকসু গঠনের পর থেকে নিয়মিত নির্বাচন হওয়ার কথা থাকলেও স্বাধীনতার পর থেকে এটি মাত্র সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা দেখা দিয়েছে। অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা গণসংযোগ, প্রচার ও সংগঠনের ভাবমূর্তি তুলে ধরতে দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে গণতান্ত্রিক চর্চা আরও জোরদার হবে এবং রাকসু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। ক্যাম্পাসে উৎসবের আমেজে শিক্ষার্থীরা বলছেন, “এই নির্বাচন আমাদের অধিকার ও পরিবর্তনের প্রতীক।”

$post['title']

তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

$post['title']

সুষ্ঠু ও গ্রহণযোগ্য চাকসু ও রাকসু নির্বাচন আয়োজনে আহ্বান শিবিরের

$post['title']

রাকসু নির্বাচনে নতুন প্রজন্মের ১০ দফা অঙ্গীকার

$post['title']

রাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের অঙ্গীকার

$post['title']

অধ্যাদেশ না এলে রাস্তায় নামবে সাত কলেজ শিক্ষার্থী