সিভাসুতে ‘জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

সিভাসু প্রতিনিধি
ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী টিম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী টিম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গৌরবময় প্রতিরোধ ও তারুণ্যের এক বছরের পথচলার স্মরণে এবং চব্বিশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পর্দা উঠলো ‘জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর।গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ এবং পরিচালক (শারীরিক শিক্ষা) মো: মজিবুর রহমান।  

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন,‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।’ উপাচার্য শিক্ষার্থীদের সততা, সাহসিকতা এবং গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং সুন্দর বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।‘জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ এ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে রয়েছে ১৩ জন করে খেলোয়াড়, অর্থাৎ মোট ১০৪ জন শিক্ষার্থী মাঠ কাঁপাতে প্রস্তুত। জমজমাট এই ক্রিকেট উৎসবের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ আগস্ট।

সম্পর্কিত