কারিকুলাম পরিবর্তনে ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
লিখিত প্রস্তাবনা হস্তান্তর করছেন প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
লিখিত প্রস্তাবনা হস্তান্তর করছেন প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গত ১৬ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। তাই এ থেকে উত্তোরণের জন্য এবং প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। গতকাল বিকালে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের নিকট এই লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।

প্রস্তাবনা সমূহ হচ্ছে-

(১) জাতীয় শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও পরিমার্জনের লক্ষ্যে দেশবরেণ্যে শিক্ষাবিদ, শিক্ষা গবেষক, শিক্ষানুরাগী, শিক্ষা উদ্যোক্তা এবং স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা কারিকুলাম কমিটি গঠন করা জরুরী।

(২) বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সর্বস্তরের নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জাতীয় শিক্ষা কারিকুলামে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

(৩) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ, বদলী এবং পদোন্নতির ক্ষেত্রে জুডিশিয়ারী সার্ভিস কমিশনের ন্যায় স্বতন্ত্র কমিশন গঠন করত হবে।

(৪) পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে দুর্নীতি বন্ধ এবং মানসম্পন্ন পাঠ্যবই ছাপানো ও সরবরাহের লক্ষ্যে সরকারী বেসরকারী, স্টেকহোল্ডার এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় মনিটরিং কমিটি গঠন করা প্রয়োজন বলে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট মনে করে।

(৫) দেশবরেন্যে শিক্ষাবিদ ও শিক্ষা গবেষকগণের সমন্বয়ে গত প্রায় ২৫ বছর যাবৎ দেশের শিক্ষার উন্নয়নে এবং ছাত্র ছাত্রীদের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।

তাছাড়াও দল-মত, জাতী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। তাই শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম প্রণয়ন কমিটিতে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একজন প্রতিনিধি অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের এই প্রস্তাবনা সমূহকে যুগোপযোগী ও গ্রহনযোগ্য বলে আখ্যায়িত করেন এবং উক্ত প্রস্তাবনা সমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল।

সম্পর্কিত