গোবিপ্রবিতে রোগনির্ণয় কার্যক্রমের উদ্বোধন

গোবিপ্রবি প্রতিনিধি
রোগনির্ণয় কার্যক্রমের উদ্বোধন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
রোগনির্ণয় কার্যক্রমের উদ্বোধন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগনির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক. ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান এসব কার্যক্রম উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবার মানোন্নয়নে সম্প্রতি মেডিকেল সেন্টারে ব্যবহারের জন্য সেমি-অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, সেন্ট্রিফিউজার, ইসিজি মেশিন ও প্রয়োজনীয় কেমিকেল ক্রয় করা হয়।এখন থেকে নির্দিষ্ট ফি দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও লিপিড প্রোফাইল, রক্তের গ্লুকোজ পরীক্ষা ও ইউরিক এসিড পরীক্ষাসহ বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করাতে পারবেন।

সম্পর্কিত