ঢাবি উপাচার্যের শোক
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।আজ ২১ জুলাই ২০২৫ সোমবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, এই দুর্ঘটনায় অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত হয়েছে। অনেকে আহত হয়েছে। এধরনের দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত দুঃখের ও বেদনার। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উপাচার্য আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঢাবি প্রশাসনের কর্মসূচিঃ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং উপাচার্য ভবনসহ সকল হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ-সহ সকল হল ও হোস্টেলের মসজিদ এবং আবাসিক এলাকার মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
বিমান দূর্ঘটনায় হতাহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা খুব বেদনার ও দুঃখের। এই ক্ষতি অপূরণীয়। উপাচার্য শোকসন্তপ্ত সকল পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন উপাচার্য তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
'অদম্য-২৪' স্মৃতিস্তম্ভ উদ্বোধন কর্মসূচি স্থগিত
আগামীকাল (২২ জুলাই, ২০২৫) সরকার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত জুলাই গণঅভু্যত্থান এর বর্ষপূর্তি অনুষ্ঠানের 'অদম্য-২৪' স্মৃতিস্তম্ভ উদ্বোধনসহ সকল কর্মসূচি স্থগিত থাকবে।
ক্লাসসমূহ বন্ধ ॥ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা
আগামীকাল সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালন নিমিত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। নিহত ও আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক জ্ঞাপন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-সেভেন বিজিআই বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (২১ জুলাই, ২০২৫) এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
প্রফেসর আমানুল্লাহ বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেকগুলো অমূল্য প্রাণ ঝরে গেছে। বিশেষ করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যথিত। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় পাইলটের পরিবার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।
বাউবির শোকবার্তা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা ক্যাম্পাসের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আজ ২১ জুলাই ২০২৫ শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন,“নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণহানির এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় তরুণ প্রাণগুলোর অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহপাঠী ও সংশ্লিষ্টদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও এই শোকাবহ মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে যথাযথ, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
খুবি উপাচার্যের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা জাতিকে গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান সবসময়ই একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। সেখানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও বলেন, যারা এই দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন, সেইসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দুর্ঘটনার কারণ নিরুপণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে।
নোবিপ্রবি উপাচার্যের (রুটিন দায়িত্ব) শোক
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।সোমবার (২১ জুলাই ২০২৫) এক শোকবার্তায় তিনি বলেন, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী হতাহতের শিকার হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় পাইলট ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তার জন্য নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত।
আমি আহত শিক্ষার্থীদের দ্রুত আরোজ্ঞ কামনা করছি, একইসঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং রুহের মাগফেরাত কামনা করছি।’
মাইলস্টোনে প্রাণহানির ঘটনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়।শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়ে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তা আমাদেরকে শোকস্তব্ধ করে দিয়েছে। এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও শোকাবহ। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা করছি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধরার শক্তি দান করেন।’
বিমান দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সাউদার্ন ইউনিভার্সিটির শোক
ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় সাউদার্ন ইউনিভার্সিটি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত।এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পাইলটসহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দগ্ধ আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেন।