জাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

জাবি প্রতিনিধি
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী আজ সকাল সাড়ে এগারোটায় বিভাগে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুস সাত্তার। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, নৈতিকতার বোধ ধারণ করতে হবে, যা আসবে চর্চার মধ্য দিয়ে। একজন ভালো শিল্পীর জন্যও ভালো-মন্দের পার্থক্য শুধু উপলব্ধি নয়, চর্চা করতে হবে। উপাচার্য চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বড় শিল্পী হওয়ার পাশাপাশি নৈতিকভাবে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান। 

চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, চারুকলা বিভাগের অধ্যাপক ড. শারমিন জামান, সহযোগী অধ্যাপক রত্নেশ্বর সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. মহসিন। অনুষ্ঠানে শিল্পকর্ম প্রদর্শনীতে বিভিন্ন বিভাগে সেরা স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 

সম্পর্কিত