প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্র ইউনিয়নের টেন্ট

ক্যাম্পাস রিপোর্ট
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেন্ট বসিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ছাত্র ইউনিয়ন ওই টেন্ট বসিয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলাকালে অডিটোরিয়ামের সামনে ছাত্র ইউনিয়ন তাদের দলীয় রাজনৈতিক কার্যক্রম চালায়।

এ বিষয়ে জানতে চাইলে শাবি ছাত্র ইউনিয়নের সংগঠক মোহাম্মদ যোবায়ের আহমেদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে টেন্ট বসিয়েছি। দেশের প্রতিটি নাগরিকের সভা, সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা সুস্থ ধারার ছাত্ররাজনীতির সাথে পরিচিত হোক।

তিনি আরও বলেন, আমরা যেনো টেন্ট না বসাই এজন্য আমাদেরকে হুমকি দেয়া হয়েছে । আমাদের ব্যানার ছেড়ার হুমকি দেয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কাছে আমাদের নিরাপত্তা চাই।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় ব্যানারে কাউকে রাজনীতি করার অনুমতি দেয়নি। ছাত্র ইউনিয়নকে শর্তসাপেক্ষে টেন্ট বসানোর অনুমতি দেয়া হয়েছে তারা সেটার ব্যত্যয় ঘটিয়েছে। আমরা তাদেরকে শোকজ ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করবো। পরবর্তীতে সে হিসেবে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত