শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত উপজাতি শিক্ষার্থীদের একমাত্র আঞ্চলিক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্ট সাস্ট’র ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ব্যাবসা প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অ্যাশেজ চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মংহ্লা মং মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি আজ সংগঠনটির থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে অমিতাভ ভূষন ত্রিপুরা, সহসভাপতি কংহ্লা উ মার্মা ও মেসাইন মার্মা, সহকারী সাধারণ সম্পাদক এমংছাইন মার্মা, সুজেয়া খীসা, যুগ্ম সম্পাদক হিসেবে নিশামনি সিনহা, সাংগঠনিক সম্পাদক শিবরাজ ত্রিপুরা, সহকারী সাংগঠনিক সম্পাদক স্নেহা সিনহা ও ভূবন চন্দ্র চাকমা, কোষাধ্যক্ষ দীপংকর চাকমা, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আকাশ ত্রিপুরা মনোনীত হয়েছেন।
এছাড়া প্রকাশনা সম্পাদক হিসেবে অংসাজাই মার্মা, সহকারী প্রকাশনা সম্পাদক তীর্থ কোচ, প্রিয়া সিনহা, নিকোলাস বম ও বিবেক সিনহা, সাংস্কৃতিক সম্পাদক বৈশাখী ভেরোনিকা খুবি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক তংসই খুমী, ঐশী রানী হাজং ও অর্নব সিনহা, ক্রীড়া সম্পাদক অংচোসিং রাখাইন, সহকারী ক্রীড়া সম্পাদক মেন ওয়াই ম্রো, অনিমেষ সিনহা ও সেন সে রাখাইন এবং অফিস সম্পাদক হিসেবে মেঘ সিনহা মনোনীত হয়েছেন।