শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী সবাইকে অভিনন্দন। এমন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উপযোগী করে গড়ে তুলবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আজকের বিশ্বে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একটি নতুন ও মৌলিক আইডিয়া। শিক্ষার্থীদের মধ্যে এমন সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাস্ট সায়েন্স অ্যারেনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও এমন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।”
উৎসবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়। মোট ১১টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ২২ জনকে পুরস্কৃত করা হয়।
সাস্ট সায়েন্স অ্যারেনার এ উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।