চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট বিতর্ক সংগঠন আইইআরডিসি আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ১.০ অনুষ্ঠিত হয়েছে। চবির বিভিন্ন অনুষদের ২০ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজ (৮ জুলাই ২০২৫) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।এর আগে ৪ আগস্ট দিনব্যাপী ইন্সটিটিউটে চার পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল বোখারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. উদিতি দাশ, অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক নাসিমা পারভীন, আইইআরডিসির মডারেটর ও ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিতর্ক করতে হলে পড়তে হবে, জানতে হবে। এরপর যৌক্তিক উপায়ে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। এ প্রক্রিয়া একজন শিক্ষার্থীকে যোগ্য করে তুলে। এমন অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত যাতে আমাদের শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠতে পারে। আমি প্রায়ই শিক্ষার্থীদের বলি, কোথায় তোমার দুর্বলতা আছে, তা বের করার চেষ্টা করো। সমস্যা বের করতে পারলে সমাধানও খুব সহজে বের করা যাবে। বিতার্কিকরা এ কাজে খুবই দক্ষ হয়।
আইইআরডিসি শিক্ষা বিতর্ক ১.০ এর টাইটেল সপন্সর ছিলো দৈনিক পূর্বদেশ, লজিস্টিক পার্টনার বিসিএস উত্তরণ, গিফট পার্টনার দ্যা ইংলিশ একাডেমী, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিল নারানা, ফ্যালকন প্রফেশনাল একাডেমি ,ফুড পার্টনার ছিল ফুড এন্ড রিসার্চ ও লঙ্গরখানা, রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও কার্নিভাল এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিটিজি পোস্ট, দৈনিক পূর্বকোণ এবং দৈনিক কালবেলা।