চবিতে দু'দিনব্যাপী গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
কর্মশালায় অংশগ্রহণকারীরা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কর্মশালায় অংশগ্রহণকারীরা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে গবেষণা কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ (২২ জুলাই ২০২৫) সমুদ্রবিজ্ঞান ও মৎস্য অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহ্হিদা সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন ও চবি গবেষণা কর্মশালা ২০২৫-এর আহ্বায়ক ও চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন।

বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো.কামাল উদ্দিন গবেষণা কর্মশালা সকলের আন্তরিক সহযোগিতায় সফল ও সার্থক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা করেন, এ কর্মশালা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকবৃন্দ উপকৃত হয়েছে। তিনি তাদেরকে নিজেদের কর্মক্ষেত্রে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহবান জানান।   

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাশেদ মোস্তফা, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, জিন প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, রসায়ন বিভাগের প্রফেসর ড. ফয়সল ইসলাম চৌধুরী, ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক জি.এ. তানজিনা হাসনাত, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল, পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. রোকনুজ্জামান,  ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন এবং চবি গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উল্লেখ্য, গবেষণা ও প্রকাশনা সেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় গবেষণার উৎকর্ষ সাধন, গুণগত মান বৃদ্ধি এবং কৃতী গবেষকদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা গবেষক, নবীন ও মধ্য-পর্যায়ের শিক্ষকগণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় চবির বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, চবি গবেষণা পরিচালনা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত