চবি বিএনসিসির গার্ড অব অনার, রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি

চবি প্রতিনিধি
উপাচার্যে র সাথে বিএনসিসির সদস্যরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উপাচার্যে র সাথে বিএনসিসির সদস্যরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে গতকাল (২০ জুলাই ২০২৫) চবি বিএনসিসি অফিস প্রাঙ্গণে সকাল ৯টায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে এবং রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি ও চবি উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিএনসিসি একটি শৃঙ্খলাপূর্ণ আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিএনসিসির মূলমন্ত্র হলো- জ্ঞান ও শৃঙ্খলা। উপাচার্য আরও বলেন, এ সংগঠন জনকল্যাণমূলক কাজ করার পাশাপাশি বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের শৃঙ্খলা আনয়নে যে ভূমিকা রাখে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সৎ, সাহসী, পরিশ্রমী, শৃঙ্খলাপূর্ণ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরির মহান উদ্দেশ্যে বিএনসিসি যে যাত্রা শুরু করেছে, তা সমুন্নত রাখতে সকল ক্যাডেটের আন্তরিকতার সাথে পেশাদারিত্ব বজায় রেখে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরও দায়িত্বশীল হয়ে একযোগে কাজ করার আহবান জানান। উপাচার্য শিক্ষার্থীদের বিএনসিসির পাশাপাশি একাডেমিক কার্যক্রম সঠিকভাবে পালন করার আহবান জানান। 

চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২ লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সেনা শাখার পিইউও এবং এ কোম্পানীর ৩নং ও ফরেস্ট্রির প্লাটুনের দায়িত্বে নিয়োজিত ড. সোহাগ মিয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্লাইট-২ ও বিমান শাখা প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম এবং নৌ শাখা প্রধান পিইউও ড. মো. আহসানুল কবীর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি তথ্য ও ফটোগ্রাফী শাখার প্রশাসক ও বিএনসিসি, ‘এ কোম্পানীর ২নং প্লাটুন কমান্ডার এর দায়িত্বে নিয়োজিত সেনা শাখার পিইউও ড. মো. শহীদুল হক।

বিশেষ অতিথি চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বিএনসিসি কর্তৃক রক্তদান এবং বৃক্ষরোপন অত্যন্ত মহতী ২টি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। একইসাথে তিনি রোপনকৃত বৃক্ষগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান। 

অনুষ্ঠানে বিএনসিসির পক্ষ থেকে উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করা হয়। পূবার্হ্নে উপাচার্য ও অতিথিবৃন্দ যথাক্রমে একটি করে সোনালু ও জাম গাছ লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

সম্পর্কিত