চবিতে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নিয়ে কর্মশালা

চবি প্রতিনিধি
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল ও আইকিউএসির যৌথ উদ্যোগে “Motivational Workshop on Bangladesh National Qualifications Framework (BNQF)” শীর্ষক কর্মশালা আজ (২৩ জুন ২০২৫) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রেজেন্টেশন প্রদান করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকার জন্য এবং নিজ নিজ সক্ষমতা জানান দিতে দক্ষ ও আন্তর্জাতিকমানের জনশক্তি তৈরি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চবির বর্তমান প্রশাসন একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের উৎসাহিত করছে। তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিকমানের কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ করার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। আজকের কর্মশালায় উপস্থাপিত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন,বিশ্বায়নের এই যুগে নিজেদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে শিক্ষা ব্যবস্থার রূপান্তর প্রয়োজন। প্রচলিত সিলেবাসভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিকমানের গবেষক তৈরি সম্ভব নয়। তিনি সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। চবি উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি পায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আইকিউএসির মাধ্যমে এসব আয়োজন করে বিভিন্ন সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করছে। তিনি শিক্ষকদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

উল্লেখ্য,কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যসহ মোট ১১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সম্পর্কিত