জুলাই বিপ্লবে আহত হামিম পেলেন দুই লক্ষ টাকার সহায়তা

ঢাকা আলিয়া থেকে তাশফিকুল ইসলাম
অনুদান প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
অনুদান প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জুলাই বিপ্লবের একজন জীবন্ত ইতিহাস, ঢাকা আলিয়া মাদ্রাসার ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ হামিম একজন সংগ্রামী তরুণ। শারীরিক অসুস্থতা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যিনি থেমে যাননি। শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করে নিজ সংগ্রামের গল্পকে বাস্তবতায় রূপ দিয়েছেন। তার এই অধ্যবসায়ের স্বীকৃতি স্বরূপ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে চিকিৎসা সহায়তা হিসেবে দুই লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও অনুদান প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে হাবিব উল্লাহ হামিমের উপস্থিতি সকলকে আবেগাপ্লুত করে তোলে।

ভিসি ড. শামছুল আলম বলেন, গত ১৪ জানুয়ারি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় ফাজিল পাস পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় আমি অসুস্থ অবস্থায় শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিতে দেখা পেয়েছিলাম এই সংগ্রামী তরুণকে। তখনই তাকে সহায়তার আশ্বাস দিয়েছিলাম। আজ তা বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

তিনি আরও বলেন, হাবিব উল্লাহ হামিম কেবল একজন পরীক্ষার্থী নন, তিনি জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও সংগ্রামের উত্তরসূরি। আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দেওয়া, এবং যারা সত্যিকার অর্থে লড়াই করছে তাদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মো. রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং উপ-পরিচালক মো. জিয়াউর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জীবিত যোদ্ধাদের সম্মান জানানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত