উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প

রুয়েট প্রতিনিধি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কর্মশালায় অংশগ্রহণকারীরা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ বাংলাদেশের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত হিট (HEAT= Higher Education Acceleration and Transformation)  প্রকল্পের আওতায় “প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরীর কৌশল” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (০৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প। যা আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে।” 

আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টশন উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি'র সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। 

কর্মশালায় হিট (HEAT) প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতি, অনুদান প্রাপ্তির নিয়মাবলী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশগ্রহণ করে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে প্রশ্নোত্তর সেশনে অংশ নেন। সন্ধ্যায় এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। 

সম্পর্কিত