নিটারে “আইপিই সোসাইটি”র  উদ্বোধন

সামিহা সামি,নিটার প্রতিনিধি
অনুষ্ঠানে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইহাম রহমান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
অনুষ্ঠানে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইহাম রহমান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ( নিটার ) এ বুধবার ( জুলাই ১৬,২০২৫) “আইপিই সোসাইটি অফ নিটার” এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে লুমিনেন্স বাংলাদেশের সহযোগিতায় উচ্চশিক্ষা বিষয়ক একটি বিশেষ সেমিনার আয়োজিত হয়,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেরো তম ব্যাচের শিক্ষার্থী মুগ্ধ ও সাজিদ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শিক্ষক,শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইহাম রহমান, ইটিএস সার্টিফাইড টোফেল ইনস্ট্রাক্টর। তিনি উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা ও টোফেল-আইইএলটিএস-এর পার্থক্য বিষয়ে আলোচনা করেন।

দ্বিতীয় বক্তা মো.তানভির খান,ইটিএস সার্টিফাইড জিআরই ইনস্ট্রাক্টর, বিদেশে উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন এবং স্কলারশিপ আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নিটার পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা উপস্থিত হয়ে আইপিই সোসাইটির গুরুত্ব তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সোসাইটির সভাপতি রায়হান আহমেদ জয় তার বক্তব্যে সোসাইটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,“আইপিই সোসাইটি যেন প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সম্মিলিতভাবে অগ্রগতির প্রতীক হয়।”

পরে আইপিই বিভাগের পক্ষ থেকে পরিচালক মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এরপর কেক কাটার মাধ্যমে “আইপিই সোসাইটি অফ নিটার” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আইপিই বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের এলুমনাই সদস্য মারজানুল ইসলাম ও সোলাইমান হাওলাদার উপস্থিত ছিলেন। তারা তাদের অভিজ্ঞতা ও আবেগ ভাগ করে নেন এবং নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সবশেষে বক্তাদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং ফটোসেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত