ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ অনুষ্ঠিত হলো বার্ষিক ‘ইকোভক্স-ফ্রেশার্স ডিবেট টুর্নামেন্ট ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ডুয়েট ডিবেটিং সোসাইটি (DDS) এর আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মোট ১৪টি দল।প্রতিবারের ন্যায় এবারও নবীনদের জন্য বিতর্কের এই প্ল্যাটফর্মটি আয়োজন করা হয় যুক্তিচর্চা, প্রকাশভঙ্গি ও নেতৃত্ব গঠনের লক্ষ্যকে সামনে রেখে। অংশগ্রহণকারী নতুন শিক্ষার্থীরা পরিবেশ, টেকসই উন্নয়ন ও সামাজিক বাস্তবতা ঘিরে বিভিন্ন প্রস্তাবনায় যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন।প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন ডিডিএস-এর সাবেক ও বর্তমান অভিজ্ঞ বিতার্কিক , অভিজ্ঞ অ্যালামনাই, এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ বিতার্কিক adjudicator-বৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার বেশিরভাগ রাউন্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, শুধুমাত্র ফাইনাল বাকি আছে। খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল, যেখানে মুখোমুখি হবে নির্বাচিত দুই সেরা দল এমই'র বিপক্ষে ইইই।ডুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, “নবীনদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে। যুক্তিবোধসম্পন্ন, আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক তৈরিতে এ আয়োজন একটি কার্যকর ধাপ হিসেবে কাজ করছে।”