ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ফ্লুইড ডায়নামিক্স অ্যান্ড সিএফডি অ্যাপ্লিকেশন্সের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন প্রকৌশল শিক্ষার একটি অপরিহার্য অংশ। এই বিষয়ে উন্নত গবেষণা ও ব্যবহারিক প্রয়োগ টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। আর সিএফডি-এর মাধ্যমে আমরা জটিল ফ্লুইড সমস্যাগুলো কম্পিউটার নির্ভর বিশ্লেষণের মাধ্যমে মডেলিং ও সমাধান করতে পারি। ডুয়েটের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে হলে এ ধরনের গবেষণাভিত্তিক ও বাস্তবধর্মী কর্মশালার বিকল্প নেই।’ আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত “ফ্লুইড ডায়নামিক্স অ্যান্ড সিএফডি অ্যাপ্লিকেশন্স ইন অটোমেটিভ ডিজাইন” শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, প্রকাশনাকে বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে প্রাণপ্রিয় ডুয়েটকে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে কাজ করছি।’ এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েটের মেকানিক্যাল বিভাগের সাবেক শিক্ষক ও যুক্তরাষ্ট্রের খ্যাতনামা অটোমোবাইল কোম্পানি ফোর্ড মোটর কোম্পানি-এর সিএফডি সেকশনে কর্মরত এবং মিশিগানের লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর ড. আহসানুল করিম। কর্মশালায় সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত এবং আবেদীন রিসার্চ ল্যাবের সহযোগিতায় কর্মশালায় আরও বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বিশ্বমানের প্রযুক্তি ব্যবস্থাপনায় আমাদের শিক্ষার্থীদের পারদর্শিতা অর্জনের লক্ষ্যে এই কর্মশালাটি একটি সময়োপযোগী উদ্যোগ। আমি বিশ্বাস করি এই কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা সেক্টরে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রতি আগ্রহ বাড়বে।’
গত ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মশালায় আলাদা আলাদা টেকনিক্যাল সেশনে শিক্ষক ও শিক্ষার্থীদের সিএই/সিএফডি ডিজাইন ও বাস্তব সমস্যা সমাধানের কৌশল বিষয়ে হাতে-কলমে শেখানো হয়। মূল প্রবন্ধে ড. আহসানুল করিম তার অভিজ্ঞতা ও বাস্তব জীবনের জটিল প্রকৌশল সমস্যা সমাধানে সিএফডি-এর ব্যবহার, আধুনিক ডিজাইন প্রসেসে সিএই/সিএফডি-এর ভূমিকা এবং ডিজাইন ফর সিক্স সিগমা (ডিএফএসএস)-এ সিএফডি প্রযুক্তির একীভূত প্রয়োগ বিষয়ে আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।