মেশিন টুলস কারখানা পরিদর্শন করেছেন ডুয়েট উপাচার্য

ডুয়েট থেকে মোঃ রিদয় হোসাইন
ক্রেস্ট আদান-প্রদান । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ক্রেস্ট আদান-প্রদান । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন আজ (৯ জুলাই) গাজীপুরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (BMTF) পরিদর্শন করেন। এ সময় ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার পরিদর্শন সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।সকালে BMTF প্রাঙ্গণে পৌঁছালে উপাচার্য ও উপ-উপাচার্য কে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় BMTF লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, উপস্থিত ছিলেন । এ সময় ক্রেস্ট আদান-প্রদান হয়।  পরবর্তীতে তাঁরা যৌথভাবে BMTF-এর বিভিন্ন ইউনিট (যেমন: ফার্নিচার ফ্যাক্টরি, বেকারি সিস্টেম, আর্মি ফার্মা, অ্যাপারেলস, প্যাটার্ন শপ, প্যাকেজিং ইউনিট, মেশিন শপ, গ্যালভানাইজিং প্ল্যান্ট, ক্রাফটিজ ফ্যাক্টরি, স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং শপ, পোল ও পাইল ফ্যাক্টরি ইত্যাদি) ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া ও উদ্ভাবনী কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সরকারি পর্যায়ে G2G (Government to Government) পদ্ধতিতে সম্ভাব্য মালামাল ক্রয় প্রক্রিয়ার সম্ভাব্যতা যাচাই, পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ। এছাড়া ডুয়েট ও BMTF-এর মধ্যে শিল্প-শিক্ষা অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সংযুক্তি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ প্রকল্প, গবেষণা ও উন্নয়ন, পণ্যের উন্নয়ন এবং ডুয়েটের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সহযোগিতা প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষাকে বাস্তবভিত্তিক ও উদ্ভাবনমুখী করে তোলে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি আরও  বলেন, ‘ডুয়েটের পক্ষ থেকে BMTF-এর সঙ্গে যে কোনো গঠনমূলক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে। উপাচার্য মহোদয় BMTF কর্তৃপক্ষের আন্তরিক আথিথেয়তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পরিদর্শনের মধ্য দিয়ে ডুয়েট ও BMTF-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও কার্যকর অংশীদারত্বের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে  BMTF- এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত