গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আবু হুরায়রা
বিভিন্ন বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিভিন্ন বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘সুস্থ দেহ, সচেতন মন’ স্লোগান ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব (জিবিএইচসি)’। বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি ফারিয়া হক বর্ষার সঞ্চালনায় হেলথ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ডীনস' কমিটির সভাপতি ও ভেটেরিনারি অনুষদের ডীন এবং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন,  ‘ক্লাবটি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনা বিষয়ে কাজ করবে। বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা মূলক সেমিনার, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তোলা, কেননা আমরা অধিকাংশ গ্রাম থেকে এসেছি। এমন ক্লাব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে, গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব নিয়েও আমরা আশাবাদী।’

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের পরামর্শদাতা তানিয়া আহমেদ তন্নি বলেন, ‘ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার মেডিকেল শিক্ষার্থীদের গ্রামে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পেইনে নিয়ে যেতেন। গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলক নানান পরামর্শ দিতেন। হেলথ ক্লাবের কাছে আমাদের প্রত্যাশা থাকবে স্যারের কাজটি যাতে পুনরায় চালু করা যায় এবং যাদের প্রয়োজন তাদের যাতে স্বাস্থ্যসেবা প্রদান করা যায় অর্থাৎ তোমাদের লক্ষ্য যাতে সঠিকভাবে লাঘব হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছেলেদের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্য সু-রক্ষায় আমাদের ব্যাপকভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আলী আজম খান সহ বিভিন্ন বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। 

প্রসঙ্গত, গত ২৮ মে ২০২৫ তারিখ ক্লাবটির ১৩ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করে। ইতিপূর্বে ক্লাবের সদস্যগণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।

সম্পর্কিত