সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিভাগভিত্তিক আয়োজন ‘CSE Day 01’। সিএসই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আন্তঃব্যাচ বন্ধন ও পরিচিতি বৃদ্ধি করে একটি ইতিবাচক বিভাগীয় পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয় ' সিএসই ডে ০১'।
সোমবার (২১ জুলাই ) নিটার মুক্তমঞ্চে সকাল থেকে দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। সিএসই বিভাগের ১ম থেকে ৫ম ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী, বিভাগটির সকল শিক্ষকবৃন্দ, এবং নিটারের প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাননীয় ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া সাজ্জাদ।
অনুষ্ঠানটি শুরু হয় সিএসই ৩য় ব্যাচের শিক্ষার্থী মেসবাহ এর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরে নেটওয়ার্কিং সেশন দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে মতবিনিময় ও পরিচিতির সুযোগ পান।অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি ড. রানা নিটারে বিভাগভিত্তিক এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত এমন আয়োজন করার আহ্বান জানান। তিনি বলেন, "শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যাচ এবং আন্তঃবিভাগীয় সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।"আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি ব্যাচ ভিত্তিক কোনো বিভাজনের উদ্দেশ্যে নয়, বরং নিটারে বিদ্যমান ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও মজবুত করতেই এই আয়োজন।
সিএসই ২য় ব্যাচের শিক্ষার্থীরা, যারা মূলত এই আয়োজনের উদ্যোক্তা, জানান যে তারা নিটারের ব্যাচভিত্তিক সংস্কৃতিকে সম্মান জানিয়ে, ডিপার্টমেন্ট ভিত্তিক একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলতেই এমন আয়োজন করেছে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত শিক্ষার্থীরা।