মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন এবং ‘জুলাই স্মরণ’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ‘জুলাই স্মরণ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাঁদের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. তারেক মিয়া ও সামিয়া আহমেদ ইকরার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা।এতে স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আশরাফুর রহমান। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।