ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা

ডুয়েট থেকে মো. রিদয় হোসাইন
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডুয়েট উপাচার্য ছবি: ক্যাম্পাস রিপোর্ট
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডুয়েট উপাচার্য ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা অন্যতম প্রধান চালিকাশক্তি। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।”সোমবার (৭ জুলাই) ডুয়েটের সার্বিক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নে “ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট: বাজেট অ্যান্ড প্রকিউরমেন্ট” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নম্বর সেমিনার কক্ষে কম্পট্রোলার অফিসের উদ্যোগে ওই কর্মশালাটি আয়োজিত হয়।

তিনি আরও বলেন, বাজেট প্রণয়ন এবং সরকারি ক্রয়ের প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “ডুয়েটের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে দক্ষতা ও সময়ানুবর্তিতা বজায় রেখে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, “প্রযুক্তিনির্ভর জ্ঞান, নীতিমালার যথাযথ চর্চা এবং মানবিক নেতৃত্বের সমন্বয়ে কাজ করলে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সফলভাবে অতিক্রম করা সম্ভব।”

উপাচার্য আরও বলেন, “বাজেট ও ক্রয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।” তিনি আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে আরও বলেন, “আর্থিক বিষয়াবলির সঠিক বাস্তবায়ন ও দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে আমাদের সকলকে আইন-কানুন সম্পর্কে সচেতন হয়ে কাজ করতে হবে।” তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডুয়েটকে সর্বক্ষেত্রে আরও অগ্রগামী করতে আহ্বান জানান এবং কর্মশালা আয়োজনের জন্য কম্পট্রোলার অফিস ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “প্রশাসনিক কাঠামোকে গতিশীল রাখা, বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য নিয়মিত শিখতে হবে এবং নিজেকে হালনাগাদ রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো আরও স্বচ্ছ, শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে।”

কর্মশালায় রিসোর্স পার্সন অধ্যাপক ড. মো. রেজাউল করিম বাজেট প্রণয়ন, ক্রয় পরিকল্পনা, সরকারি ক্রয় বিধিমালা, অফিস ব্যবস্থাপনা এবং প্রতিবেদন তৈরির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে উদাহরণসহ কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত